ভালুকা ডিগ্রী কলেজের সামনে বাস-ট্রাকে সংঘর্ষ
প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ভালুকা ডিগ্রী কলেজের সামনে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছ। শনিবার বিকালে ভালুকা ডিগ্রী কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ঢাকা গামী সৌখিন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে আসছিলো। এমন সময় একটি বালু ভর্তি ট্রাক রং সাইড দিয়ে রোড ক্রসিং করতে চাইলে সংঘর্ষটি ঘটে।
ফায়ার সার্ভিস জানান, তেমন কেউ গুরুতর আহত হয়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।