|

ভালুকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে ডাকাত সর্দার মোরাদ নিহত

প্রকাশিতঃ ৭:২৫ পূর্বাহ্ণ | জুলাই ১৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ভালুকায় শনিবার ভোর রাতে উথুরা ইউনিয়নের ইউনিয়নের হাইজ্যাকের মোড় নামকস্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাকের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বিপিএম (বার) পিপিএম’র নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালাতে গেলে ডাকাত সর্দার পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের গোলা গুলির মাঝে ওই এলাকার শাহ্জাহান আকন্দের ছেলে শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার মুরাদ আকন্দকে উপজেলার উথুরা রোডে হাইজ্যাক মোড় ব্রীজে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার জানান, মুরাদ আকন্দ একজন শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার তার বিরুদ্ধে ডাকাতি ও ওরেন্টসহ ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি রামদা, ১টি চাপাতি ১টি ছুড়ি উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email