ভালুকায় এনা বাস চাপায় শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্দরা
প্রকাশিতঃ ৩:৪৪ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৮

স্টাফ রিপোর্ট ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় সুুুশিল (৪০) নামের এক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এনা পরিবহনের একটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতারা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার নাইবের বাজার মোড় নামক এলাকায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এনা পরিবহনের একটি বাস প্রভিটা ফিড মিলের একজন শ্রমিককে চাপা দিলে ঘটনার স্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে স্থানীয় বিক্ষুব্দ জনতা এনা পরিবহনেরই একটি ঢাকা মেট্রো-ব ১১-৭২-৭৩ নম্বরের গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। নিহত সুনিল নেত্রকোনা জেলার মদন উপজেলার সুশিল সরকারের ছেলে।