তোমার মাঝেই আমি
প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ণ | জুলাই ১৭, ২০১৮

আবুল কালাম আযাদঃ
বাতাস হয়ে ভেসে ভেসে,
লাগব তোমার কালো কেশে।
আবার আমি উড়িয়ে নিব,
তোমার শাড়ীর আঁচল।
তোমার দুটি চোখের তারায়,
দেখতে পাবে শুধু আমায়।
দেখবে কখন হয়ে গেছি,
তোমার চোখের কাজল।
মিষ্টি ফুলের মিষ্টি ঘ্রাণে,
ভরিয়ে দিব তোমার মনে।
সতেজ করে রাখব আমি
তোমার বিষœ প্রাণ।
চাঁদনী রাতে জোসৎনা হয়ে,
ঝড়ব আমি তোমার গায়ে।
ভালবাসার শিশির দিয়ে
করাব তোমায় স্নান।
আলো হয়ে তোমার চোখে,
থাকব আমি দিনে রাতে।
মন আকাশে দেখবে তুমি,
একটায় আমি চাঁদ।
নিযোম রাতে ঘুমের ঘুরে,
আসব আমি চুপটি করে,
আসব তোমার স্বপ্ন হয়ে,
হউকনা যতই রাত।
ভ্রমর হয়ে গুন গুনিয়ে,
গান শুনাব তোমার কানে।
তোমায় নিয়ে আমার গাওয়া
প্রথম প্রেমের গান।
তোমায় নিয়ে যত কথা,
তোমায় নিয়ে লেখা কবিতা,
তোমায় নিয়ে নতুন শুরে,
গাইব আমি গান।
আবুল কালাম আযাদ
মল্লিকবাড়ী, ভালুকা, ময়মনসিংহ।
+8801711020404