ভালুকায় ছাত্রদলের আনন্দ র্যালী
প্রকাশিতঃ ৫:৩০ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে মাহবুবুর রহমান রানাকে সভাপতি ও আবু দাউদ রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করায় আনন্দ র্যালী করে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল। বুধবার দুপুরে ছাত্রদল নেতা নাজমুল হক ডন ও আব্দুল্যাহ আল মাসুদ ঢালীর নেতৃত্বে র্যালীটি ভালুকা বাজার ঈদগাহ মাঠ থেকে বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাসপাতাল চত্তরে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান, হারুন অর রশিদ, নাজমুল হক ডন, আব্দুল্যাহ আল মাসুদ ঢালী, রাজীব সরকার, শাকিল আহদ সোহাগ, রাশেদুল আলম রবিন, রকিবুল হাসান, তায়েব হাসান, জহিরুল ইসলাম, সাকিব হাসান, আল আমীন, বাদল দেবনাথ, আমিরুল ইসলাম ও জাবেদ আহমেদ প্রমূখ।