ময়মনসিংহ টেলিভিশিন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: বাবুল সভাপতি ফারুক সম্পাদক রুবেল সাংগঠনিক
প্রকাশিতঃ ১১:৪৭ অপরাহ্ণ | জুলাই ২০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ টেলিভিশিন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠতি হয়েছে। দ্বিবার্ষিকি ওই নির্বাচনে সভাপতি পদে একাত্তর টিভির বাবুল হোসেন, সাধারন সম্পাদক পদে বৈশাখী টিভির আ.ন.ম ফারুক ও সাংগঠনকি সম্পাদক পদে এসএ টিভির আওলাদ হোসনে রুবলে নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে একাত্তর টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো অফিসে ওই নির্বাচন অনুষ্ঠতি হয়।
কমিটির অপর কর্মকর্সতারা হচ্ছেন সহ-সভাপতি পদে চ্যানেল আইয়ের শেখ মহিউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ একুশে টিভির আতাউর রহমান জুয়লে, যুগ্ম সম্পাদক চ্যানেল নাইনের রিপন গোয়ালা অভি, দপ্তর সম্পাদক দীপ্ত টিভির সৌরভ দত্ত।
সদস্য পদে রয়েছেন গাজী টিভির কাজী মো. মোস্তফা, এশিয়ান টিভির আবু তোরাব রাসেল, একাত্তর টিভির নুরুজ্জামান, চ্যানেল আইয়ের নাজিমুদ্দিন সাইদ, বিজয় টিভির আব্দুল হক লিটন, কলকাতা টিভির রেজাউল করিম বাদল, বিটিভির রঞ্জন মজুমদার শিবু ।