|

ভালুকায় ইউপি সদস্যর অবৈধ সম্পর্কে গৃহবধু অন্তঃসত্বা: প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিতঃ ১২:২৮ পূর্বাহ্ণ | জুলাই ২১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ইউপি সদস্যর অবৈধ সম্পর্কে গৃহবধু অন্তঃসত্বা হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে ওই মানববন্ধন হয়। এ ঘটনায় গৃহবধু আবেদা সুলতানা বাদি হয়ে তালাব এলাকার সাইফুল ইসলাম ও বাবুল মেম্বার সহ ৭জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা (নং-৩০) দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা কাচিনা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু বকর সিদ্দক (বাবুল মুন্সি) ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত মোশারফ হোসেন মিন্টুর স্ত্রী আবেদা সুলতানাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশা করতো। যার ফলে কিছুদিন পর ওই গৃহবধু অন্তঃসত্বা হয়। তারপর গৃহবধু মেম্বারকে বিয়ে করার জন্য চাপ দিলে মেম্বার টালবাহানা করে। উপায় না পেয়ে মেম্বার ওই গৃহবধুকে ডাক্তার দেখানোর কথা বলে স্থানীয় রংধনু নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে কয়েকজনের সহযোগীতায় গৃহবধুকে অজ্ঞান করে গর্ভপাত করান। অজ্ঞান অবস্থায় গৃহবধুকে বাড়িতে রেখে চলে যান বাবুল মেম্বার । পরে গৃহবধুর জ্ঞান ফিরলে বুঝতে পানে তাকে ডাক্তার দেখানোর কথা বলে গর্ভপাত ঘটিয়েছে। পরে স্থানীয়দের ঘটনাটি জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, এঘটনায় বাবুল মেম্বার জড়িত নয়, এলাকাবাসী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম জানান, এঘটনায় মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email