|

জাতীয় জনপ্রশাসন পদক পেলেন ভালুকার সাবেক ইউএনও কামরুল আহসান তালুকদার

প্রকাশিতঃ ১০:১২ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে জনপ্রশাসন পদক ২০১৮ পেয়েছেন ভালুকার সাবেক উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার। সোমবার সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ওই পদক প্রদান করেন।

কামরুল আহসান তালুকদার ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত অবস্থায় জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে সাধারণ (ব্যাক্তিগত) ক্যাটাগরিতে ওই জনপ্রসাশন পদক ২০১৮ পেয়েছেন।

তাঁর সম্মাননা প্রাপ্তিতে ভালুকা উপজেলা প্রশাসন সহ উপজেলার সকল পর্যায়ের জনসাধারণের মাঝে আনন্দ বিরাজ করছে। কামরুল আহসান তালুকদার বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

কামরুল আহসান তালুকদার ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের ভাবমূর্তি উজ্জ¦ল হওয়ার মত বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছিলেন। কাজগুলোর মাঝে অন্যতম সফল উদ্যোগ ছিলো গোটা উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষীর্থদের মাঝে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতার আয়োজন। তাছাড়া বাল্যবিবাহ বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যাবস্থার মান তরান্বিত সহ বহু জনসেবামূলক কাজ করেছেন তিনি।

কামরুল আহসান তালুকদার বলেন, স্বাধীনতার অমোঘ মন্ত্র হচ্ছে- ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। গতবছর ভালুকার চারশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে ভাষণটি সিডি ও লিখিতভাবে বিতরণ করি। এর মাধ্যমে প্রায় একলাখ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলাম।

Print Friendly, PDF & Email