ভালুকা ইন্তারঘাট টু কাতলামারী রাস্তাটি চলাচলের অনপুযোগী, জনদুর্ভোগ চরমে
প্রকাশিতঃ ১:৪৭ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০১৮

সাখাওয়াত হোসেন সুমন, ভালুকার খবর: ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট থেকে কাতলামারী যাওয়ার তিন কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুম এলেই মানুষের হাঁটাচলাসহ বিভিন্ন যানবাহন চলাচলে অনপুযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৩/৪টি গ্রামের লোকসহ বিভিন্ন যানবাহনের চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এই রাস্তা দিয়ে বর্ষাকালে কৃষকদের ধান কেটে বাড়ি নিয়ে যেতে হয় এই কাচাঁ রাস্তাটি ব্যবহার করে। এছাড়াও রাস্তাটির দুই পাশে রয়েছে পোল্ট্রি খামার, স্কুল, মসজিদ ও মাদ্রাসাসহ বাড়িঘর।
সরেজমিনে দেখা যায়, লাল মাটির রাস্তাটি হাঁটু সমান কাদায় ভরে গেছে। যানবাহন চলা দূরের কথা এলাকার পথচারীরা চলাচল করতে পারে না। দুই একটি যানবাহন চলাচল করলেও প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে।
রাস্তাটির দুই পাশে প্রায় দেড়শটি পোল্ট্রি খামার রয়েছে। এই খামারগুলোর খাদ্য সরবরাহ করা, মুরগীর ডিম, বাচ্চা ও মুরগী বিক্রি করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে খামারীদের। পাইকাররা এখানে মুরগী ও ডিম কিনতে আসতে চায় না। এই রাস্তাটি না হওয়ার ফলে বিকল্প রাস্তা দিয়ে প্রায় ৮/৯ কিলোমিটার পথ ঘুরে অতিরিক্ত টাকা ব্যয় করে কৃষকদের তাদের ধান, সবজী, কাঠাল বাজারে নিয়ে যেতে হচ্ছে। আসা-যাওয়া থেকে আনা পণ্যের পরিবহন খরচ ও শ্রমিক খরচ দ্বিগুন হয়ে পড়ছে।
স্থানীয় কয়েকজন মন্তব্য করেন, রাস্তাটির কাজ করা হলে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে এবং আরো দ্রুত এলাকার উন্নয়ন ঘটাতে সাহায্য করবে।