ভালুকায় তিনদিন ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
প্রকাশিতঃ ১২:২৪ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

স্টাফ রিপোর্টার ভালুকার খবর: “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে ওই মেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি অফিসার সাইদুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ।
আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।