|

ভালুকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:৫৬ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে  ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ওই খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ঢাকির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ  অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,  উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফিরোজ তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সজীব প্রমুখ। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email