ভালুকায় পশুর প্রতি স্বেচ্ছাসেবীর ভালবাসা
প্রকাশিতঃ ৪:৫৪ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের অন্যতম সেরা গুণ তার মানবিকতা। তারই এক উদাহরণ দেখিয়েছেন সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন হুমাউন। মঙ্গলবার বিকাল থেকে বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ এলাকায় পা ভাঙা অসুস্থ্য একটি বেওয়ারিশ গরু পড়ে কাতরাচ্ছিলো। কেউ কেউ পশুটির মালিকের খোঁজের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছেন। সেই ফেসবুক পোষ্ট দেখে সাহায্যের হাত বাড়ান নাছির উদ্দিন হুমাউন নামের এক যুবক।
সে তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের সহকর্মীদের কাছে গিয়ে বেওয়ারিশ পশুটির পাশে দাঁড়ানোর আহবান জানান।পরে অভ্যুদয় সভাপতি মো. আসাদুজ্জামান সুমন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন হুমাউন, সদস্য মো. মৌলাদ হোসেন, মো. বাহার সহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ঘটনাস্থলে গিয়ে পশু ডাক্তারকে খবর দেন। পরে ভালুকা হেল্প লাইনের প্রধান এডমিন ও অভ্যুদয় এর সাবেক সাধারণ সম্পাদক ইমন তালুকদার সাগর ও উপজেলা প্রণী সম্পদ অফিসের কর্মকর্তা অভিজিৎ রায় লিংকনের সহযোগীতায় পশু চিকিৎসক সৌরভ ঘটনাস্থলে গিয়ে পশুটিকে তৎক্ষনাত সাময়িক চিকিৎসা দেন।
অভ্যুদয়ের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন হুমাউন জানান, পশুটির মালিক খোঁজে পাওয়ার আগ পর্যন্ত আমাদের সংগঠনের পক্ষ থেকে পশুটির প্রয়োজনীয় সকল চিকিৎসা করানো হবে।