ভালুকার সাবেক এমপি চাঁন মিয়া’র ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিতঃ ৮:৪৫ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার সাবেক এমপি ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আফতাব উদ্দিন চৌধুরী চাঁন মিয়া’র ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ম্যানেজিং কমিটি’র সভাপতি মো. হাবিবউল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মো. আশেকউল্লাহ চৌধুরী, শহীদ নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কিরন, সমাজ সেবক আবুল কাশেম সরকার, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহঃ শিক্ষক মো. আশরাফ উদ্দিন, পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহঃ শিক্ষক মো. ছাইফুল ইসলাম,আঃ হামিদ পাঠান, ভালুকা মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কেএম নাজমুল হুদা,ম্যানেজিং কমিটির সদস্য আঃ ওয়াদুদ মিয়া, এস এম শাহজাহান সেলিম, প্রাক্তন কাউন্সিলর স্বপন বনিক, বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম মল্লিক প্রমুখ।
মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নাজিম উদ্দিন।