ভালুকায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১০:১৩ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোাগান কে সামনে রেখে স্বপ্নকূঁড়ি আইডিয়াল স্কুল নামের একটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বর্তা গ্রামে শুক্রবার দিন ব্যাপী ওই বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রিটন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসাইন, রাশেদ রানা, শেখ ফরিদ, সাব্বির হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও টেলেন্টেড বয়েজ এর সদস্য, রিপন, শাহিন রনি,শফিকুল ইসলাম, রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আম, নারকেল, লিচু, লেবু, লটকন, তেজপাতা, সুপারি, পেয়ারা সহ ৯ প্রকারের প্রায় শতাধিক গাছ রোপন করেন তারা।
বৃক্ষরোপন কর্মসূচি শেষে বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রতি বছরই বৃক্ষ রোপন করে থাকি গত বছরেও বেশ কিছু ফলের গাছ লাগানো হয়েছিল, কিছু কিছু গাছে এবছরই ফল ধরেছে। বর্ষায় গাছ লাগাতে সকলকেই এগিয়ে আসতে হবে। তাহলেই আমারা আমাদের পরিবেশ রক্ষা করতে পারবো।