|

নিঃসঙ্গ ভাবনা 

প্রকাশিতঃ ৯:৫৩ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৮

 ডাঃ এইচ এ তারা গুলন্দাজ:

গোধূলীর নির্জনতায় নিঃসঙ্গতার অক্টোপাস জড়িয়ে ধরে আমায় নিঃশব্দে
জানালার পাশে গাছের ডালে বসা একটি অচেনা পাখি রোজ তাকিয়ে থাকে আমার দিকে।
যেন নিস্তব্ধ রাত্রির চোখ ! 
জানিনা সে কেনো আসে প্রতিদিন একই সময়ে !
সেও কি আমার মতই নিঃসঙ্গ!
বিরহের খণ্ডগিরি চঞ্চুতে তুলে উড়ালে উড়ালে পৌঁছে দেবে কোন গন্তব্যে ?
আমার গোপন অভিসারের কথা কেবল জানে ঐ নীল আকাশ নক্ষত্র আর মেঘমালা।
গাছের পাতার বুকে বেদনার খুটিনাটি পরখ করে সে তন্ময় হয়ে
জহুরীর সুক্ষ্ণচোখে পরখ করে পড়ার টেবিলে পড়ে থাকা বর্ণহীন কবিতার খাতা
ধূলির আস্তরে ঢাকা বুক সেলফ টেবিল ল্যাম্পের নিষ্প্রাণ আলো।
হয়তো সে পৌঁছে দিতে চায় সকল বার্তা তার কাছে
যার অপেক্ষায় আমার ভাবনারা বিচরণ করে পৃথিবীর আনাচকানাচে।

লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এ্সোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ।

Print Friendly, PDF & Email