|

ভালুকায় শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কমিটি অনুমোদন, সভাপতি সাইফুল সাধারণ সম্পাদক খলিল

প্রকাশিতঃ ৩:৩৩ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামকে সভাপতি ও সাপ্তাহিক আলোর ছোঁয়ার সম্পাদক খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এর ভালুকা আঞ্চলিক শাখা কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি ও কেন্দ্রীয় সদস্য সচিব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র সাধারণ সম্পাদক ওসমান আলী।

৩১ জুলাই ২০১৮ইং ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদিত কমিটির অন্যান্যরা কর্মকর্তারা হলেন, উপদেষ্ঠা, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জহিরুল আলম ঢালী, কার্যকরি সভাপতি ধীতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আব্দুর রহমান খান, সহসভাপতি হলেন সাবেক ছাত্রনেতা কেবিএম কামরুজ্জামান টগর, বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান মুন্না ও ভালুকা প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, মোশাররফ হোসেন রিপন, মাহফুজুর রহমান ও হুমায়ুন কবির মৃধা।

সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক ওমর ফারুক তালুকদার, নাজমুল হক ও আতাউর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল বারেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক আতাউর রহমান তরফদার, সাবেক ছাত্রনেতা জাকারিয়া সরকারকে দপ্তর সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা ডাঃ আফাজ উদ্দিনকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক ফয়জুন্নাহার সুলতানাকে মহিলা বিষয়ক সম্পাদক, মোফাজ্জল হোসেন দুলুকে শ্রম বিষয়ক সম্পাদক, সাংবাদিক ও শিক্ষক উসমান গণি তুহিনকে সাংস্কৃতিক সম্পাদক, অবঃ সেনাসদস্য নূরুল ইসলামকে ধর্ম বিষযক সম্পাদক, সিদ্দিকুর রহমান মাস্টারকে বন ও পরিবেশ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান ফরহাদকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও এড জামানকে আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।

কমিটির কার্যকরি সদস্যরা হলেন,বীরমুক্তিযোদ্ধা কাশেম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মেয়ার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল, বীরমুক্তিযোদ্ধা আনসার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ এলাহী মিয়া, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন পাঠান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দস, বীরমুক্তিযোদ্ধা এম আলম, বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন খান, হাজ্বী আব্দুর রহমান, মোতালেব মাস্টার, লুৎফে ওয়ালী রব্বানী, সিরাজ মিয়া, জুবায়ের আলম, রফিকুল ইসলাম, মারফত আলী, শরিফুল সরকার, আবুল কাশেম, মোঃ বাবুল মিয়া, রইছ উদ্দিন মৃধা, হুমায়ূন কবির, মোঃ জামাল মীর, মোঃ বাবুল শেখ, মো মফিজ উদ্দিন ও আবুল কালাম।

Print Friendly, PDF & Email