কলঙ্ক অবসান
প্রকাশিতঃ ২:০৬ পূর্বাহ্ণ | আগস্ট ০৪, ২০১৮

শফিকুল ইসলাম খান:
আমার ভিতরে নি:শব্দ লজ্জিত বিলাপ!
বাবা-মা, ভাই-বোনকে হত্যার
বিচার চাইতে পারব না আমি,
সে যে কি জঘন্য নির্মমতা!
আইন করেই আমার বেদনা তীব্রতর-
আর খুনিদের রক্ষা করল মহোৎসবে।
জাতির ললাটে অঙ্কিত হল কলঙ্ক।
শুরু হল সত্যের বিকৃতি, ছি!
এঁটে গেল আশার সকল দরজা।
প্রতিক্ষার পালা, মৃত বিশ্বাসের পাশে!
একটু ঝুম বৃষ্টি আসুক, আহ্!
তবেই চুপসে যাবে লজ্জাবতী হয়তো,
একদিন অভিমানী মেঘ আকাশ ভেঙ্গে-
ধুয়ে দিল মিথ্যে মোড়কের ফরমালিন।
অবসান হল নিকৃষ্ট মহা কলঙ্কের।
হাফ নিচ্ছি শোধিত বাতাসের আয়েসে।
উর্বর এ মাটি জল পেয়েই-
জন্ম দিল, “লেডি অফ ঢাকা”
“প্রাচ্যের নতুন তারকা”
“মাদার অফ হিউম্যানিটি”
“মানবতার আলোক বর্তিকা”
“নারি অধিকারের স্তম্ভ”
“বিশ্ব মানবতার বিবেক”
আরো বহু, নামক ঔষধি গাছ।
লেখক: শিক্ষক ও সমাজকর্মী