জাতীয় শোক দিবসে গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল শতাধিক রোগী
প্রকাশিতঃ ৮:৪৮ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৮

আজহারুল হক, গফরগাঁওঃ গফরগাঁওয়ে জাতীয় শোক দিবসে সমাজ সেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস্ পরীক্ষা করা হয়।
গফরগাঁও পৌর এলাকার শহীদ বেলাল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত গফরগাঁও ডায়াবেটিকস ও ডায়াগনোষ্টিক সেন্টারের আয়োজনে দিনব্যাপী শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস্ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানটি সংগঠনের কার্যনির্বাহী সদস্য ঢালী জুবায়ের ইবনে শামস এর সভাপতিত্বে উদ্বোধন করেন গফরগাঁও ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টটেটিব এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সাবেক মো. মনির হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন অভ্যুদয় চেয়ারম্যান বদরুল আহসান টিপু, গফরগাঁও ডায়াবেটিকস ও ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক আব্দুল কাইয়ূম, অভ্যুদয় এর সাধারণ সম্পাদক ইঞ্জিনায়ার জোনায়েত হোসেন রিপেল, সাবেক সাধারণ সম্পাদক ইমন তালুকদার সাগর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন প্রমুখ।