জাহিদ হাসানের শয়নে-স্বপনে শুধু শখ!
প্রকাশিতঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | আগস্ট ১৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকা খবর: আসন্ন ঈদুল আযহার বিশেষ একটি নাটকে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে গার্ডের চরিত্রে দেখা যাবে। নাটকটির নাম ‘ভ্রান্তি কিংবা অনুভূতির গল্প’। শাহ মোহাম্মাদ রাকিব পরিচালিত সেই নাটকটিতে জাহিদের বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ।
নাটকটির গল্পে দেখা যাবে জাহিদ হাসান একা একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। নায়িকা শখের অনেক বড় ভক্ত তিনি। তার শয়নে-স্বপনে তিনি শুধু শখকে দেখেন। সকাল থেকে রাত পর্যন্ত তাকে ঘিরেই জাহিদের সব আয়োজন। কল্পনায় সে শখকে বিয়েও করেন।
ঈদুল আজহার তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এসএ টেলিভিশনে প্রচার ‘ভ্রান্তি কিংবা অনুভূতির গল্প’ নাটকটি প্রচার হবে।