|

ভালুকায় ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ২৩ই আগস্ট

প্রকাশিতঃ ৩:৪৩ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার ঐতিহ্যবাহী ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী আগামী ২৩ই আগস্ট অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে । বৃহস্পতিবার বিকালে উপজেলা আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে ওই ঈদ পুনর্মিলনী, সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি দাওয়াতপত্র প্রস্তুত করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান) জানান, ‘‘ঐতিহ্যবাহী ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশনের গৌরব উজ্জল পথচলার এক যুগ পুর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের দেশের ভিবিন্ন স্থানে চাকরীরত সাবেক সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানটি সফল করতে ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এ্যাসোসিয়েশনের সাবেক সদস্য, বর্তমান সদস্য, ডাকাতিয়াবাসীসহ ভালুকাবাসীর সহযোগীতা চাই”।

 

Print Friendly, PDF & Email