ভালুকাকে জেলা চাই
প্রকাশিতঃ ৩:০৭ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৮

ভালুকাকে জেলা চাই
শাকিল পাঠান
আমাদের দাবি আমরা চাই
ভালুকা জেলা চাই।
সতেজ প্রকৃতি সতেজ ঘাটি
সোনা তোল্য ভালুকার মাটি।
গর্ব মোদের গভীর থেকে
রেকর্ড,সুনাম ভালুকাতে।
ক্ষিরো নদীর ধীর গতি
ভালুকা সোনা,ময়না মতি।
আমাদের দাবি আামরা চাই
ভালুকা জেলা চাই
মৎস,কুমির শিল্পকারখানার আনাগরি,
ক্যান্সার সহ নানা রোগের ঔষধ তৈরি করি।
আমাদের দাবি আামরা চাই
ভালুকা জেলা চাই।