শোক স্বরণে
প্রকাশিতঃ ৩:১২ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৮

শোক স্বরণে
– শাকিল পাঠান
মুজিব ফিরবে না আর ঘরে ,
চোখেবৃষ্টি অঝর দ্বারায় ঝড়ে।
আগষ্ট মানে নিজুম চিৎকার
চারদিকে হা হা কার
জয় বাংলা জয়ো গান,
১ ৫ ই কাঁদে কোটি প্রাণ।
একাত্তোর বইছে শোক স্বরণে,
কলিজা ফাটে তোমার টানে।
সোনার বাংলা তোমার চাষ জানি,
কোটি হৃদয়ে তোমার বাস।
মুজিব আছে,থাকবে সেথায়!
যেখানে অন্যায়ের ঠাই নাই।
চাই মুজিবের বাংলা চাই।