|

ফুলপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০১৮

ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ। ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে ফুলপুর পৌরশহরের সাহাপুর নামক স্থান থেকে আজ বুধবার সকালে নিহত হতভাগা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায় আজ সকালে মহাসড়কের পাশে তারা অজ্ঞাত এই ব্যক্তির লাশ দেখে ফুলপুর থানার পুলিশকে খবর দিলে এসআই সাইদুর রহমান তার লাশ থানায় নিয়ে যান। বর্তমানে লাশটি থানায় আছে। মৃতের বুকের বাম দিকে ও কানের নিচে আঘাতের দাগ আছে। তার পরনে লুঙ্গি ও পাশে একটি লাল টি-শার্ট পড়ে থাকতে দেখা যায়।

ফুলপুর ওসি একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনা বা অন্য কোন রহস্য কিনা ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে।

Print Friendly, PDF & Email