মৃত্যু (কবিতা)
প্রকাশিতঃ ১২:৫৬ পূর্বাহ্ণ | আগস্ট ৩০, ২০১৮

শাকিল পাঠান:
পিছু ডাকে কিছু জানি না কে সে?
না কিছু ডাকছে! কে?
অজানা সে।
ছুঁই ছুঁই করে ছুঁয় না সে,
ছুঁলে তো ছাড়বে না না!
না না ছুঁবে না।
দূর, দূর করো না আমি আপন, পর না।
না তুমি আপন না না তা হতে পারো না!
ঠিক তাহলে করো ভয় বেশ তবে জিতবে।
হুশিয়ার অর্থ লোপের ভিত্তি নাই,
আমি তোমার জাত ভাই না তা নও ভয় পাই
ভালো কিছু করো ভয় নাই।
