|

ভালুকার রানা স্ত্রী সন্তানদের নিয়ে আরও কিছুদিন বাঁচতে চায়

প্রকাশিতঃ ১:০৩ পূর্বাহ্ণ | আগস্ট ৩০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: সাইফুল ইসলাম রানা, তিন সন্তানের জনক। বড় মেয়ে মাইশা(৯), মেঝো ছেলে উমর(৫), ছোট্ট শিশু বাচ্চা উসমান(৯মাস), স্ত্রী সন্তানসহ মোট ৫জনের সংসার তাঁর। টুকটাক ঠিকাদারি ব্যবসায় মধ্যবিত্ত সুখের সংসার। বিপত্তি ঘটে মরণব্যাধি ক্যান্সার নামক দানবের আক্রমণে।

প্রায় দেড় বছর ধরে ক্যান্সার নামক দানবের সাথে যুদ্ধ করে আর্থিক ভাবে সর্বশান্ত ও ক্লান্ত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তার বলেছে সঠিক চিকিৎসাই রানাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। সেই চিকিৎসার ব্যায় প্রায় ৫লক্ষ টাকা। যা বহন করতে কোনভাবেই সক্ষম নয় রানা ও তাঁর পরিবার।

দেড় বছর যাবৎ সর্বস্ব দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব রানার পরিবার। তাই হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি। তাকে সাহায্য করতে….

 

Print Friendly, PDF & Email