জামাত-শিবির নিয়ন্ত্রিত ভালুকা ডটকমের সংবাদ সন্ত্রাসে অতিষ্ঠ ভালুকাবাসী
প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৮
মো. আসাদুজ্জামান সুমন, ভালুকার খবর: জামাত-শিবির নিয়ন্ত্রিত “ভালুকা ডট কম” নামের একটি অনলাইন নিউজ পোর্টালে মনগড়া সংবাদ সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা ভালুকাবাসী। নিউজ পোর্টালটি যখন তখন যার তার বিরুদ্ধে লাগামহীন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানীকর সংবাদ প্রকাশ করে ভালুকার অসংখ্য সম্মানী লোকের মানহানীসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে আসছে অহরহ।
তাদের মিথ্য ও ভূয়া সংবাদ প্রকাশের ভয়ে ভালুকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, চাকুরীজীবী ও পেশাজীবি মহল আতংকিত। সবমিলিয়ে গোটা ময়মনসিংহে ভালুকা ডটকম নামের নিউজ পোর্টালটি এখন সংবাদ সন্ত্রাসে পরিনত হয়েছে। ফেসবুকের একটি কমেন্ট থেকে শুরু করে নিউজ পোর্টালটির সাথে জড়িত ব্যক্তিদের মত বা কাজের বিরুদ্ধে কোন কথা বললেই ওই ব্যক্তিটির বিরুদ্ধে প্রকাশ করা হয় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানীকর সংবাদ। নিউজ পোর্টালটির পরিচালক ও সঞ্চালকের হাতে সামাজিক ভাবে লাঞ্চিত হয়েছে ভালুকার অসংখ্য সম্মানীত মানুষ।
এ তালিকায় রয়েছে চাকুরীজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র, স্বেচ্ছাসেবীসহ বেশ কয়েকজন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী। ময়মনসিংহ জেলার পূর্বভালুকা এলাকার শামছুদ্দিনের ছেলে আফতাব আহাম্মেদ সানি (হাজী সানি) সরকারী নীতিমালাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে রহস্যজনক স্থান থেকে ভালুকা ডটকম পরিচালনা করে আসছে।
![]()
কে এই হাজি সানি !
আফতাব আহাম্মেদ সানি ওরফে হাজী সানির বিরুদ্ধে ৯০এর দশকে দেশে থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থেকে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ডসহ চুরি ডাকাতির অসংখ্য অভিযোগ রয়েছে। সর্বশেষ সানিকে উপজেলার নিশাইগঞ্জ গ্রামে ছাগল চুরির সময় হাতে নাতে ধরা পরার পর গণধোলাই দিয়ে গাছের সাথে বেধে রাখলে তৎকালিন কলেজ ছাত্রদল নেতা আল মাদিন টুটুলের মধ্যস্থতায় নাকে খত দিয়ে শেষ রক্ষা হয়েছিলো তার।
মাদক সেবন-বিক্রয়, চুরি সহ বিভিন্ন আপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল এই সানি। পূর্ব ভালুকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল সানির অত্যাচারে। ৯৬সনে আওয়ামীলীগ সরকার গঠন করলে সানি রহস্যজনক কারনে দেশ ত্যাগ করে সৌদী আরবে পারি জমায়। এক সময়ের সানির ঘণিষ্ঠদের কাছ থেকে জানা যায়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার দেশে ফেরার কোন সম্ভাবনা নেই। সানি সৌদী আরবে বসে যার তার বিরুদ্ধে মন গড়া সংবাদ প্রকাশ করে আসছে।
সানির ভাই ভালুকা ডট কমের পরিচালক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জামাতের উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েলের মাধ্যমে মোটা অংকের টাকা আদায়ের ফাঁদ পাতে। তাদের পাতা ফাঁদে পা রাখলেই আর কোন নিউজ প্রকাশ হয়না ওই ব্যক্তির বিরুদ্ধে। এভাবেই লাগামহীন ভাবেই বছরের পর বছর চলছে ভালুকা ডটকম নামক নিউজ পোর্টালটি। বিগত ৫ই জানুয়ারী জাতীয় নির্বাচনের আগে সরকার বিরোধী জ্বালাও পোড়াও অন্দোলনে অংশগ্রহণ ও উসকানী দেওয়ার অপরাধে ভালুকা ডট কমের পরিচালক জহিরুল ইসলাম জুয়েলকে উপজেলার থানার মোড় এলাকায় তৎকালীন উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি লুৎফে ওয়ালী রব্বানী ও জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিলো। পরে সিনিয়ন সাংবাদিকদের মধ্যস্থতায় থানা থেকে সাংবাদিক পরিচয়ে মুচলেকা দিয়ে ছাড়া পায়। ভালুকায় “ভালুকা ডটকম” নামক পোর্টালটির পরিচালনা পরষিদে যারা রয়েছে তারা সবাই সাবেক শিবির ক্যডার হিসেবে ভালুকায় পরিচিত। ভালুকা ডটকম এর অধিকাংশ সংবাদ কর্মীরাই স্বাধীনতার চেতনা বিরোধী।
তারা সরকার বিরোধী কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। জহিরুল ইসলাম জুয়েল গংরা প্রায় সময়ই সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সরকার সমর্থক লোকদের কৌশলে বিরোধিতাসহ সরকার বিরোধীদের উসকিয়ে দেওয়ার কাজে সিদ্ধ হস্ত। তাদের নির্লজ্জ সীমাহীন মিথ্যাচারের ভয়ে উপজেলার সব মহলের ব্যক্তিবর্গই এখন ভীত সন্ত্রস্ত।
নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, অনলাইনটির সঞ্চালক হাজী সানি সৌদি আরবে বেশ কয়েটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকতে পারে। সেখানে বসে ঐসব সংগঠনের অর্থায়নে বাংলাদেশে তার প্রতিনিধিদের মাধ্যমে উসকানীমূলক সংবাদ প্রকাশ করে সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
ভালুকা ডটকমের সঞ্চালক আফতাব আহাম্মেদ সানি ওরফে হাজী সানি ও পরিচালক জামাতের উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল সহ নিউজ পোর্টালটির সাথে জড়িতদের অতীত ও বর্তমান কর্মকান্ড সরকারের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য দায়িত্বশীল সংস্থাসমূহ অবিলম্বে তদন্ত পূর্বক জরুরী ব্যবস্থা না নিলে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাসহ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা।


