ভালুকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট
প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা মেদুয়ারী গ্রামের বাঁকসাতরা নামক এলাকায় একটি সারের দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দোকানের মালিক সবুজ মিয়া বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার আলাল উদ্দিনের ছেলে সুজনের নেতৃত্বে আতিকুল ইসলাম, আজিজুল, সুমন, সুহেল ও আলাল উদ্দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সবুজ মিয়ার মালিকানাধীন সারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করেছে। এসময় দোকানের টেবিলের ড্রয়ার ভেঙ্গে ২লক্ষ ৮০হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় দোকানে থাকা আসাদুজ্জামান শ্যামল ও দুলাল মিয়া গুরতর আহত হয়। তাদের আসংখ্যজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোক্ত সুজনের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম জানান, তদন্ত করে অপরাধীদের বিচার আওতায় আনা হবে।


