সাংবাদিক সুবর্না হত্যার বিচারের দাবিতে ভালুকায় সুরবীণা’র মানববন্ধন
প্রকাশিতঃ ১১:৫৭ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্না আক্তার নদীকে নৃসংশ ভাবে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবলিক হল রোডে সুরবীণা সাংস্কৃতিক সংস্থা’র আয়োজনে কর্মসুচীতে সংহতি প্রকাশ করে ভালুকা বয়েজ ক্লাব ।
এ সময় সুরবীণা’র নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোঃ মুখলেছুর রহমান মুকুল,ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের (অবঃ) শিক্ষক আশরাফ উদ্দিন,মিরকা হাসিনা বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক নজরুল ইসলাম,বয়েজ ক্লাবের সাবেক সভাপতি ফুটবলার শামিউল হক শামীম,সাধারন সম্পাদক হাবিবল্যাহ সবুজ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী,সুরবীণা’র পরিচালক রফিকুল ইসলাম,শিল্পী জিল্লুর রহমান জাহিদ,ফাউজিয়া তাবাসসুম ঐশিসহ সুরবীণা’র শিল্পী ও কলাকুশলীগন।
বক্তাগন অবিলম্বে সুবর্ণা আক্তার নদী’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এর আগে সুবর্ণা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুরবীণা’য় সঙ্গীত ক্লাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে সংগঠনের শিল্পীরা।


