|

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিতঃ ৫:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: রংপুর শহরে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শহরের সিও বাজার এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে রোববার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান।

তিনি বলেন, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসি একটি বাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email