সুবর্ণা নদী হত্যাকারীদের বিচারের দাবীতে ভালুকায় মানববন্ধন
প্রকাশিতঃ ৬:১৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০২, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। রোববার সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,কবি,শিল্পী,সাংস্কৃতিক সংগঠক, শিক্ষার্থীসহ সুধীজনেরা।
সমাবেশে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও আনন্দ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , পৌর কাউন্সিলর মুখলেছুর রহমান মুকুল, ভালুকা প্রেসক্লাব সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, আঃ আউয়াল ঢালী, এস এম শাহজাহান সেলিম,সাবেক সম্পাদক এমএ মালেক খান উজ্জল,কালের কন্ঠের প্রতিনিধি মুখলেছুর রহমান মনির, ভালুকা প্রেসক্লাব যুগ্ম সম্পাদক ও এশিয়ান টিভি’র আক্কাছ আলী, এনটিভি’র আলমগীর হোসেন,মাই টিভি’র মর্জিনা মনি, মুভি বাংলার আশিকুর রহমান শ্রাবন,আওয়ামী শিল্পী গোষ্টীর সভাপতি উসমান গনি তুহীন,বিএনপি নেতা ছাইফুল ইসলাম খান, প্রভাষক মতিউর রহমান, ভালুকার খবর প্রকাশক আনোয়ার হোসেন,মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, এসবিসি টিভি’র প্রতিনিধি মীর গোলাম সাকলায়েন ফাহাদ,ভালুকা প্রতিদিন ডটকম সম্পাদক আজমল হোসেন মাদানী,সিএনএনবি টিভি’র ওমর ফারুক টিটু,সাংবাদিক দীনা খান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নজিবুল হোসেন নেভি,ছাত্রলীগ নেতা ইফতেখার সুজন,ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন সবুজ,রিপোর্টার ক্লাব সভাপতি জুয়েল,আলোকিত সময় প্রতিনিধি হুমায়ুন কবির, সুরলহরীর পরিচালক প্রবীর ভৌমিক,কবি সংসদ সভাপতি শফিউল্লাহ আনসারী,ময়মনসিংহ প্রতিদিনের মমিনুল ইসলাম মোল্লাহ,সুরবীণা’র সঙ্গীত পরিচালক রফিকুল ইসলাম,ভালুকা ক্লাব সভাপতি সুমন খান,পাইলট ক্লাব সভাপতি রাইসুল ইসলাম রনি,সম্পাদক মোতাসিম বিল্লাহ, সুরবীণা’র শিল্পী জিল্লুর রহমান,ঐশি,আনসারুল,কাইয়ুম,শরিফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগন।


