ভালুকায় বৃদ্ধা খুন
প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় হাতেম আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুরুরা গ্রামে। পুলিশ সোমবার দুপুরে ওই এলাকার একটি ফিশারিজ এর পাশ থেকে লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম।
নিহত হাতেম আলী মন্ডল (৬০) পুরুরা গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেল।



