|

ভালুকার ডাকাতিয়া অনার্স এসোসিয়েশন কমিটি থেকে পদত্যাগের গুজব রটানো হয়েছে

প্রকাশিতঃ ১১:০৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকার ঐতিহ্যবাহী সংগঠন  “ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এসোসিয়েশন” এর বর্তমান নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির কেউই পদত্যাগ করেনি।

এ বিষয়ে সংগঠনের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, কার্যকরি কমিটিতে কেউ না থেকেই অনেকে পদত্যাগের গুজব রটিয়েছে। যারা এই গুজব ছড়িয়েছে তারা সংগঠনের ভালো চায়না।

ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এসোসিয়েশন শুভাকাঙ্ক্ষীদের গুজবে কান না দেওয়ার জন্য অনোরুধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্ আল হাসান (চেয়ারম্যান)।

সংগঠনের প্রচার সম্পাদক মো. শামীম আহমেদ জানান,  কমিটিতে না থেকে এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব করছে, কিন্তু তারা ব্যর্থ। তাদের অপপ্রচারে কেউই বিভ্রান্ত হয়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্ আল হাসান (চেয়ারম্যান) বলেন, ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠন ডাকাতিয়াবাসীর কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরোও বলেন, আমাকে ঐতিহ্যবাহী ডাকাতিয়া ইউনিয়ন অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় সংগঠনের সকল উপদেষ্টামন্ডলী ও ডাকাতিয়াবাসীর প্রতি চির কৃতজ্ঞ ও ঋণী। আমি সকলের দোয়া ও সহযোগীতা চাই।

Print Friendly, PDF & Email