ভালুকায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে লিফলেট বিতরণ ও আলোচনা
প্রকাশিতঃ ১১:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় । সোমবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে পৃথক ভাবে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা ।
এসময় অন্যান্যদের মাঝে আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চান মিয়া, থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার , ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী , হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা প্রমুখ ।



