|

উত্তর কোরিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘আলতা বানু’

প্রকাশিতঃ ১০:৫৪ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: আগামি ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভ্যাল’।

এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে অরুণ চৌধুরীর পরিচালিত ‘আলতা বানু’। চলতি বছর এপ্রিলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানায়, ২৩ সেপ্টেম্বর উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

এর আগে ‘আলতা বানু’ কানাডার টরেন্টো চলচ্চিত্র উৎসব ও কলকাতার নন্দনে আয়োজিত ‘বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছিলো।

চলচ্চিত্রটিতে আলতা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও বানু চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। এতে আরও রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, আনিসুর রহমান মিলন প্রমুখ।

Print Friendly, PDF & Email