ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এর দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল আমেরিকার ৫টি সিটিতে প্রদর্শিত হবে। বাংলা সিনেমার বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। সিনেমাটি দেখানো হবে নিউ ইয়র্ক, ভার্জেনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা এবং ডালাসে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পরীমনি।
বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে। অনেক আগেই সিনেমাটি বাংলাদেশ, কলকাতাসহ অন্যান্য দেশে মুক্তি দেয়া হয়।
এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। বাংলা সিনেমার বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। সিনেমাটি দেখানো হবে নিউ ইয়র্ক, ভার্জেনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা এবং ডালাসে।
বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় জ্যামাইকার সিনেপ্লেক্স। নর্থ ক্যারলিনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে সিনেমাটি দেখানো হবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০মিনিটে।
৭ অক্টোবর দুপুর ২টায় প্রদর্শিত হবে ভার্জেনিয়ার ডি সি সিনেমা হলে। ফ্লোরিডার অর্লেন্ডো শহরের সাউট চেইস সিনেমা হলে দেখানো হবে ৩০ সেপ্টেম্বর দুপুর ২টায়। ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে ৭ অক্টোবর দুপুর ২টায়।
‘স্বপ্নজাল’ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের এবং শাহেদ আলী প্রমুখ।