ধর্মমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভালুকায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিতঃ ৭:০৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর-রহমান শান্ত‘র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার বিকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সভাপতি মনিরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী শাওন, ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহ মো. রতনসহ উপজেলার বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।