|

সালেহীনের গানে তৌসিফ-টয়া (ভিডিও)

প্রকাশিতঃ ৪:৪৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: অন্তর্জালে অবমুক্ত হলো ‘তারই অপেক্ষায়’ নাটকের আলোচিত গান মাওলা। সালেহীনের কন্ঠে গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। সুর ও সংগীত পরিচালনা করেছেন কন্ঠশিল্পী সালেহীন নিজেই। তৌসিফ ও টয়া অভিনীত ‘তারই অপেক্ষায়’ নাটকটি এর মধ্যেই ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে।

নাটকে তৌসিফের মানসিক ভারসাম্যহীনতার ভিন্ন লুক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আর সেখানে ব্যবহৃত গানটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। মিঠু মনিরের চিত্রগ্রহণে ভিডিওটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন মোহন আহমেদ। লোকাল বাস এন্টারটেইনমেন্ট’র নির্মাণে ভিডিওটির এজেন্সি ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশন্স।

নতুন গান প্রসঙ্গে সালেহীন বলেন, ‘এটি আমার প্রথম মৌলিক গান। লায়নিকের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য। গানটি নাটকে ব্যবহৃত হওয়ার পর থেকেই আশাতীত সাড়া পেয়েছি। আশা করছি শ্রোতারা ঠকবেন না।’
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, একই শিল্পীর একাধিক গান লায়নিকের পাইপলাইনে রয়েছে।

ভিডিও লিংক:

Print Friendly, PDF & Email