ভালুকায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিতঃ ৭:৪৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব- ১৭ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টটি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা প্রসাশক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ভালুকা উপজেলা প্রশাসন ও বয়েজ ক্লাব ভালুকার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাশ শুভ, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম প্রমুখ।
উদ্বোধনী খেলায় হবিরবাড়ি ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়েছে উথুরা ইউনিয়ন একাদশ। পর্যায়ক্রমে সব ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ শেষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।
ভালুকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো খেলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে ছাত্রলীগের একটি বিশেষ টিম স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবে।