বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর গাজীপুর মহানগর কমিটি ঘোষণা
প্রকাশিতঃ ১০:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: আইন ছাত্রদের সর্ব বৃহৎ সংগঠন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে উঠা “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” গাজীপুর মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও গাজীপুর জজকোর্ট এর নবীন আইনজীবী এডঃ মোঃ আবুল কালাম আজাদ কে সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও আইন পড়ুয়া মোঃ শাহজাহান আহম্মদকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার মাধ্যমে কেন্দ্রিয় কমিটির সভাপতি এডঃ মোঃ শহীদুল ইসলাম টিটু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডঃ জিয়াউল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেসনোটসহ সভাকক্ষে সভাপতি গাজীপুর মহানগর কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ সভাপতি মোঃ আবুজার শিবলী, মোঃ কামরুজ্জামান, খাইরুন নাহার সরকার, ইয়াসিন আলম, যুগ্ম সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সোহাগ, রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ও মোঃ আব্দুল কাইয়ূম, দপ্তর সম্পাদক নিরব হোসেন হৃদয়, প্রচার সম্পাদক নাজমুল সাদত সমীর, আইন সম্পাদক জাকিয়া আরিফ স্বর্ণা, অর্থ সম্পাদক আপন মাহমুদ এবং সায়মা জাহান রুমি ও কামরুন নাহার তরুকে মহিলা বিষয়ক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
