|

গৌরীপুরের সাংবাদিক রইছ উদ্দিনের পিতৃবিয়োগ : সাংবাদিকদের শোক প্রকাশ

প্রকাশিতঃ ৭:৫৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  দৈনিক যুগান্তর পত্রিকার গৌরীপুর উপজেলার প্রতিনিধি ,  বাহাদুর ডটকমের প্রকাশক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিনের পিতা মো. আলাল উদ্দিন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

সোমবার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি এলাকায় বহু সমাজসেবামূলক কাজসহ সতিশা যুব ও কিশোর সংঘের উপদেষ্টা, সতিশা মসজিদ কমিটির সাবেক সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আলাল উদ্দিন গৌরীপুর পৌর শহরের সতিশা গ্রামের মরহুম জৈন উদ্দিনের পুত্র।

আজ সকাল সাড়ে ১১টায় গৌরীপুর স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি তাৎক্ষনিক গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন গোটা ময়মনসিংহের সাংবাদিক সমাজ, দৈনিক যুগান্তর পরিবার, গৌরীপুর প্রেসক্লাব, ভালুকা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ, গৌরীপুর লেখক সংঘ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

Print Friendly, PDF & Email