|

শাহ আবদুল করিমের গান শুনে আমি হারিয়ে গিয়েছিলাম- নঈম নিজাম

প্রকাশিতঃ ২:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০১৮

নঈম নিজাম:

শাহ আবদুল করিম ও কাঙালিনী সুফিয়ার সাথে আমার পরিচয় লন্ডনের প্রয়াত সানু মিয়ার মাধ্যমে। শাহ করিমকে লন্ডনে গান করার জন্য বারবার নিয়ে গিয়েছিলেন সানু। একদিন সানু খবর দিলেন ঢাকায় বেইলী রোডের একটি মিউজিক ষ্টুডিওতে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী গান করবেন শাহ করিমের। এই সময় করিম নিজে থাকবেন। শুধু থাকবেন না, শাহ করিম, আনোয়ার চৌধুরী, সানু এক সাথে গান রেকর্ড হবে। সাংবাদিক নাদিম কাদের তখন আরটিভির নিউজের দায়িত্বে। তাকে ফোন করে আরটিভির ক্যামরা পাঠালাম। তারা খবরটি প্রচার করে। শাহ করিমকে কাছ থেকে দেখেছিলাম, সামনা সামনি তার গান শুনেছিলাম সানুর কারনে। সিলেটের কালা মিয়া হচ্ছেন শাহ করিমের আরেক শিষ্য। কালা মিয়ার কণ্ঠে লন্ডনে সারারাত শাহ আবদুল করিমের গান শুনে আমি হারিয়ে গিয়েছিলাম। শাহ আবদুল করিমের প্রতি গভীর শ্রদ্ধা । আজ তাঁর প্রয়াণ দিবস।

লেখক: সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email