শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
প্রকাশিতঃ ৪:২৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিক্সায় (ইজিবাইক) চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ বৃহষ্পতিবার মা ও ছেলে নিহত হয়েছে। নিহতরা হলো নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তাদের ছেলে সেলিম মিয়া (২০)।
শ্রীপুর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে স্বপরিবারে বসবাস করে আনোয়ার হোসেন। সে এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে যাত্রীবহন করে। তার স্ত্রী ও ছেলে স্থানীয় নাকিব স্পিনিং মিলে শ্রমিকের চাকুরী করতো। বুধবার রাতে বাড়ি ফিরে আনোয়ার হোসেন চার্জ দেওয়ার জন্য তার অটোরিক্সার ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। পরদিন বৃহষ্পতিবার সকালে ওই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ছেলে সেলিম মিয়া বিদ্যুতস্পৃষ্ট হয়। এসময় তার ডাকচিৎকারে মা সেলিনা আক্তার এগিয়ে আসে। ছেলেকে বাঁচাতে তার হাত ধরে টান দিতে গেলে সেলিনা আক্তারও বিদ্যুতস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।