|

ভালুকা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিতঃ ৬:১৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ভালুকা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দুই বছর মেয়াদের ১৩ সদস্যের ওই কমিটি গঠিত হয়।

এতে বাংলানিউজওয়ান.কম এর বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন আহমেদকে সভাপতি ও বিডি মর্নিং ভালুকা প্রতিনিধি সাজ্জাদুল আলম সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দুই বছর মেয়াদে গঠিত এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি সাইফুল ইসলাম (যমুনা নিউজ টোয়েন্টিফোর ডট কম), ওসমান গণি তুহিন (নিউ নিউজ ডট কম) ও এম.এম জোবায়ের রাজু (ওয়ান নিউজ ডট কম), যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন খান মানিক (নিউজ জি টুয়ান্টিফর ডট কম), সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান (বার্তাবহ ডট কম), দপ্তর সম্পাদক আরিফুল হক পলাশ (ভোরের কাগজ ডট কম), কার্যকরী সদস্য- টিটন তালুকদার (বাংলা আমার ডট কম), আসাদুজামান রাজিব (যুব কন্ঠ ডট কম), বদরুল হাসান আরিফ (বাংলা ইনসাইডার ডট কম), শফিকুল ইসলাম শফিক (এটিএইচ নিউজ ডট কম) ও শফিউল্লাহ লিটন (শিক্ষাবার্তা ডট কম)।

Print Friendly, PDF & Email