|

“চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই”

প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট. ভালুকার খবর:  চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ই সেপ্টেম্বর বেলা ১১ টা থেকে ১ ঘটিকা পর্যন্ত সারা বাংলাদেশে একযোগে ৬৪ টি জেলা ও ১০৩ টি উপজেলায় পরিবর্তন চাই এর উদ্যোগে পালিত হয়ে গেলো দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগীয় জেলা সদরেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দেপক দিবস ২০১৮।

পরিবর্তন চাই এর ময়মনসিংহ জেলা কমান্ডার আব্দুল্লাহ আল হাসান (চেয়ারম্যান) এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিশিষ্ট সমাজসেবক মোঃআরজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল,পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কর্মকর্তা শরিফুল ইসলাম,আকবর টেক্সটাইল এর সহকারী ব্যবস্থাপক লাভলু আহমেদ সহ অনেকেই।

ময়মনসিংহের ৮ টি সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারন শিক্ষার্থী মিলে ২০০ এরও অধিক তরুণ শিক্ষার্থী স্বেচ্ছায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলার জিরো পয়েন্ট থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে হিমু আড্ডা,জয়নুল আবেদিন পার্ক হয়ে জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে এই অভিযান শেষ হয়।রাস্তায় মানুষের ব্যবহৃত ও সৃষ্ট ময়লাগুলো তারা বিনব্যাগে সংগ্রহ করে যথাস্থানে ফেলেন।এসময় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীগন উক্ত কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করে।

অভিযান চলাকালে পথচারীদের এসময় লিফলেট বিতরনের মাধ্যমে সচেতন করেন দেলোয়ার রবিন।

পথচারী এবং দোকান মালিকগন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন “পরিবর্তন চাই” দেশটাকে পরিষ্কার করি দিবস-১৮ পালন করে যে পরিবর্তনের বার্তা দিচ্ছে সেই পরিবর্তনটা আমাদের সমাজে প্রতিটা মানুষের মাঝে আসতে হবে। তা না হলে এই সমাজের পরিবর্তন সম্ভব না।আমরা সকলেই চেষ্টা করবো আমরা নিজে যেন সচেতন হই,অন্যদেরও যেন সচেতন করতে পারি।

অনুষ্ঠান শেষে এসময় উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃআরজু।
এসময় বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক  এডভোকেট মতিউর রহমান ফয়সাল জোর দাবি জানিয়ে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবর্তন চাই এর এই মহৎ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে দেশটাকে পরিষ্কার করি নামে দিবসটিকে যেন জাতীয়ভাবে স্বীকৃতি দেন এবং সকলকে পালন করতে জাতীয়ভাবে নির্দেশনা দেন।

সমাজের চারপাশের এসব অসঙ্গতিগুলোকে সকলের সামনে তুলে ধরে সচেতন করা সহ সকল অন্যায়, অসুন্দর, আবর্জনার বিপরীতে সত্য সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে জোর দাবি জানান পরিবর্তন চাই ময়মনসিংহ জেলা সমন্বয়ক ফারদিন হোসাইন ও মোঃফজলুল হক পাভেল।

এরপর অংশগ্রহণকারী সকল সেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরন করেন জেলা টিম লিডার,বিপ্লব হাসান,আবু রেজা,শুভ,সাব্বির হিরন।

Print Friendly, PDF & Email