|

ময়মনসিংহে ডিবি হাতে হেরোইনসহ ৩ মাদক বিক্রেতা আটক

প্রকাশিতঃ ২:৫৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক মাদক বিক্রেতারা হলেন- আলী হোসেন (৩৫), সজল মিয়া (২৭) ও তোফাজ্জল (২৬)।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা আলী হোসেনকে আটক করা হয়। সোমবার সকালে শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সজল মিয়া ও জেলার তারাকান্দা উপজেলার চান্দেরবাজার রোড এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জলকে আটক করা হয়।

মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে সোমবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Print Friendly, PDF & Email