ময়মনসিংহে অভিযানে আটক ১০
প্রকাশিতঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে চার মাদক বিক্রেতা, এক মোটরসাইকেল চোরসহ ১০ জনকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
বুধবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল জানান, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের বিপিন পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতা আটক করা হয়। আটকরা হলেন- আসাদ (৪২), দিপংকর সাহা (৪০) ও বাদল চৌধুরী (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
একই দিন সদর উপজেলার বগারবাড়ি এলাকা থেকে মেহেদী হাসান তপু (১৯) নামে এক মাদক বিক্রেতাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া সদর উপজেলার মুদারপুর মধ্যপাড়া এলাকা থেকে হাবিকুল (৩০), মো. রিপন (২০), সোহরাব (৫০), জামাল উদ্দিন (৫০) ও মোখছেদুল (২২) নামে আরও পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামাল।


