|

বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ময়মনসিংহে কমিউটার ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগিসহ তিনিটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার  রাতে নগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের সাত থেকে আটি চাকা লাইনচ্যুত হয়। পরে আরও দু’টি বগি লাইনচ্যু হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email