|

ভালুকায় রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ১১:৩২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও ষড়যন্ত্রকারী খুনিদের ফাঁসির দাবীতে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পিন্টেুর নেতৃত্বে রবিবার দুপুরে  হাজার হাজার নেতা-কর্মীদের নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড আকারে মিছিল উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়। পরে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা আ’লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন,ময়মনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোফাজ্জেম হোসেন বাবুল,জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট শওকত আলী,জেলা আ’লীগের সদস্য মোন্তাজ উদ্দিন মন্তা, মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম,কাচিনা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাজাহারুল ইসলাম উজ্জল, রাজৈ ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক, উথুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফুর রহমান লিটন, ভরাডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিকুল ইসলাম পাঠান, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগ সভাপতি লোকমান হেকিম, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা,কাচিনা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল তালুকদার,ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, মল্লিকবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি শামছুল হক মেম্বার, যুবলীগ নেতা আশরাফুল আলম জান্নাত, মকবুল হোসেন, মোঃ রমিজ উদ্দিন খান,আব্দুল মতিন, শ্যামল সরকার,কামরুজ্জামান বুলবুল,দুলাল হোসেন,রাসেল মন্ডল,সোহেল রানা,তানভীর আহাম্মেদ খান, উপজেলা তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের ভালুকা উপজেলা সভাপতি কবির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক আতিক উল্যাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email