ময়মনসিংহে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড
প্রকাশিতঃ ১:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অশ্লীল ভিডিও বিক্রির দায়ে সুমন মিয়া (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন সদর উপজেলার খাগডহর এলাকার মৃত ফরহাদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে সদর উপজেলার খাগডহর ঘণ্টি বাজার এলাকায় সুমনের দোকানে অভিযান চালিয়ে তার কম্পিউটারে দেশি-বিদেশি অনেক অশ্লীল ভিডিও পাওয়া যায়। এ সময় তার কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়। পরে এসব ভিডিও বিক্রির দায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও শেখ হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


