সিনেমায় শাকিব খান এবার ‘বীর’
প্রকাশিতঃ ২:২৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং নিয়ে। গত মঙ্গলবার থেকে এফডিসিতে চলছে ছবির শুটিং। এতে তার সঙ্গে অংশ নিয়েছেন বুবলী ও নবাগতা মৃদুলা।
শাহীন সুমন পরিচালিত এই ছবিটির নাম পরিবর্তিত হয়ে ‘কমান্ডো’ হতে পারে বলে জানা গেছে। ছবির গল্পও ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে।
এরইমধ্যে শাকিব ভক্তদের জন্য এলো নতুন খবর। আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘বীর’ শিরেনামের এ ছবিটি নির্মাণ করবেন গুণী নির্মাতা কাজী হায়াত।
এখন পর্যন্ত অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিবকে নিয়ে এটিই হতে যাচ্ছে কাজী হায়াতের প্রথম সিনেমা। গতকাল বুধবার এফডিসিতে শুটিং চলাকালীন সময়ে শাকিবের সাথে সবকিছু চূড়ান্ত করেন এ ছবির প্রযোজক মো. ইকবাল। এ সময় নির্মাতা কাজী হায়াৎ, খোরশেদ আলম খসরু, সামসুল আলম, নির্মাতা শাহীন সুমন উপস্থিত ছিলেন।
প্রযোজক জানান, ‘মৌলিক গল্পের একটি ছবি হবে এটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব। এখানে তাকে একজন বীর হিসেবে দেখানো হবে। তার বীরত্বের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।’
তবে কে হবে এই ছবির নায়িকা সেটি এখনো নিশ্চিত হয়নি। কিছুদিনের মধ্যেই তা চূড়ান্ত হবে। আর থাকবে নানা চমকও।